নতুন অ্যাপস এক অ্যাপে এতকিছু কিভাবে সম্ভব?

প্রয়োজনীয় অসংখ্য অ্যাপস ফোনে ইন্সটল করে আপনার ফোনটা কে যদি স্লো করে ফেলেন। তাহলে এই সমস্যার সমাধান হচ্ছে জাস্ট একটা নতুন অ্যাপস ব্যবহার করে আপনি সবগুলো অ্যাপে ফ্যাসিলিটিজ নিতে পারবেন। বলতে পারেন এটা একটা বস অ্যাপস।

কিভাবে নতুন অ্যাপস টি ইনস্টল করবেন:

এই নতুন অ্যাপস ইনস্টল করতে আপনি চলে যান গুগল প্লে স্টোরে, প্লে স্টোরে আশার পর এখন “সার্চবারে” গিয়ে “sitebazz” লিখে সার্চ করুন।  তারপর অ্যাপসটি ইনস্টল করুন। এখান থেকে লাইফ স্টাইল অ্যাপ ইন্সটল করার পর,,

নতুন অ্যাপস

আপনি ওপেন বাটনে ক্লিক করুন, ক্লিক করার পর নতুন ইনটার পেজ ওপেন হবে,

এই অ্যাপসটিতে যে ফিচার রয়েছে:

নতুন অ্যাপস

 

শুরুতে হচ্ছে “গুগল সার্চ” এটা কিন্তু আমাদের রেগুলার এর দরকার হয় গুগোল এ অনেক কিছু সার্চ করার দরকার হয়

তাহলে আমরা যেকোন কিছু এখান থেকে সার্চ করতে পারবো ওকে। এখান থেকে “কুরআন রয়েছে”, এবং রয়েছে

“সেট জিপিটি” এখানে ক্লিক করলে সরাসরি কিন্তু চার্জে চলে যাবে এটা কিন্তু আলাদা করে ওপেন হবে না অ্যাপস এর মাঝখানে ওপেন হবে।

তারপর দেখেন আমরা ইউটিউব এর জন্য আলাদা অ্যাপস ইন্সটল করে রাখি, এই নতুন অ্যাপস এ দেখবেন সরাসরি কিন্তু আপনারা

এখান থেকে ইউটিউব অ্যাপস টি ওপেন করতে পারবেন। আলাদা ইউটিউব অ্যাপস লাগবে না।

  1. এছাড়াও লাইভ ক্রিকেট স্কোর দেখতে পাবেন।
  2.  লাইভ ফুটবল স্কোর দেখতে পাবেন। 
  3. অনলাইন নিউজ দেখতে পারবেন।
  4. গুগল ট্রান্সলেট করতে পারবেন।
  5. গুগল ম্যাপ দেখতে পারবেন।
  6. কিউআর কোড স্ক্যানার দেখতে পাবেন।
  7. ১০ মিনিট স্কুলের ক্লাস গুলো দেখতে পারবেন।
  8. ট্রফি লাইভ রয়েছে, ট্রফি লাইভ এ ক্লিক করলে কিন্তু আপনারা সরাসরি ট্রফির যে সুবিধা রয়েছে সেগুলো কিন্তু আমরা উপভোগ করতে পারি।

এই অ্যাপস এ অনেক কিছু রয়েছে এখানে কিন্তু অল্প কিছু দেওয়া হয়েছে যেগুলো হচ্ছে সবচেয়ে বেশি পপুলার।

নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো এই নতুন অ্যাপস এ দেওয়া হয়েছে।

নতুন অ্যাপস

এবং আরো পাবেন ইসলামিক ক্যাটাগরি এতে ক্লিক দিলে কিন্তু এখানে ইসলামিক বিষয়ে আপনি দেখতে পাবেন।

তারপর যদি আপনি এখান থেকে টুলস এ ক্লিক দেন তাহলে এখানে পপুলার যতগুলো টুলস আছে সব গুলো দেখতে পাবেন,

রিমুভ ব্যাকগ্রাউন্ড এই অ্যাপসটা ও রয়েছে। তারপর পাবেন খেলাধুলা, খেলাধুলার জন্য আমাদের যতগুলো এপস ইন্সটল করা হয়। 

এখানে কোনটা প্রয়োজন হবে না এই নতুন অ্যাপসে সবগুলো দেওয়া আছে। আরো আছে টিভি চ্যানেলে এখান থেকে আপনার টিভি চ্যানেলগুলো দেখতে পারবেন। বাংলাদেশের পপুলার যতগুলো টিভি চ্যানেল আছে সবগুলো এখানে রয়েছে। এরপর যতগুলো সংবাদপত্র রয়েছে সবগুলো সংবাদপত্র পেয়ে যাবেন।

আরো রয়েছে:

এফএম রেডিও, কেনাকাটা, সরকারি সেবা, লেখাপড়া, চাকরি খবর, বিনোদন মিডিয়া, টেকনোলজি, সিম কার্ড ইনফ, স্বাস্থ্য সেবা, টিকেট ক্রয়,

এরকম অনেক কিছু রয়েছে যেগুলো হয়তো আমি বলে আপনাদেরকে বুঝাতে পারব না বলতে পারেন যে আমাদের রেগুলার যে অ্যাপস গুলো প্রয়োজন হয় ইন্সটল করার জন্য সবগুলো কিন্তু এটাতে রয়েছে আর এটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আলাদা আলাদা করে আমরা ফোনে অনেকগুলো অ্যাপস ইনস্টল করছি না। তাই আমরা একটা অ্যাপ থেকে কিন্তু অনেক বেশি ফ্যাসিলিটিজ পেয়ে যাচ্ছি আপনারা চাইলে এই অ্যাপটা আপনার ফোনে ইন্সটল করে রাখতে পারেন এটা সবারই অনেক বেশি কাজে লাগতে পারে।

উপসংহার

আসা করি নতুন অ্যাপস টি সম্পর্কে ভালো করে জানতে পারছেন। এপপ্স টি তে কি কি সুবিধা গুলো পাবেন ও কি ভাবে ডাউনলোড করবেন তাও জানতে পারছেন।

Leave a Comment

5 × four =