এয়ারটেল মিনিট চেক করার কোড 2024 – Ajkeritweb

আপনি কি এয়ারটেল মিনিট চেক কোড সম্পর্কে জানতে চাচ্ছেন? এই আর্টিকেলে এয়ারটেল মিনিট দেখার কোড ও এয়ারটেল মিনিট অফার চেক নিয়ে বিস্তারিত দেওয়া হয়েছে। মন দিয়ে এই আর্টিকেলটি পড়ুন। এয়ারটেল কোম্পানি হলো বাংলাদেশের যতগুলো সিম অপারেটর কোম্পানি রয়েছে তাদের মধ্যে অন্যতম একটি কোম্পানি। তাদের গ্রাহক সংখ্যা অনেক বেশি। এবং মানুষের মধ্যে এয়ারটেল খুব জনপ্রিয়তা পেয়েছে। কারন এয়ারটেল খুব কম দামে ভালো অফার দিয়ে থাকে এবং তাদের নেটওয়ার্ক আগে থেকে অনেক উন্নত করেছে।

এয়ারটেল মিনিট চেক কোড দিয়ে (airtel minute check)

আপনারা অনেকে এয়ারটেল মিনিট কোড টি জানা না থাকার কারণে মিনিট চেক করতে পারেন না। এয়ারটেল মিনিট চেক করার কোড *৭৭৮*০#। এই কোডটি দিয়ে মিনিট চেক করতে পারবেন। 

বাংলালিংক নাম্বার চেক করার কোড

মিনিট চেক করার নিয়ম হলোঃ প্রথমে আপনি আপনার মোবাইলে ডায়েল অপশন এ গিয়ে টাইপ করুন *৭৭৮*০# তারপর ডায়াল করুন এরপর আপনাকে একটি পপআপ ম্যাসেজ এ দেখাবে আপনার আপনার এয়ারটেল সিম এ কত মিনিট আছে।

এয়ারটেল মিনিট ব্যালেন্স চেক কোড *৭৭৮*০#

অ্যাপস দিয়ে মিনিট চেক 

এয়ারটেল এপপ্স এর মাধ্যমে ও আপনি খুব সহজে এয়ারটেল সিমের মিনিট চেক করতে পারবেন। আপনার স্মার্টফোনে যদি এয়ারটেল এপপ্স টি ইনস্টল করা থাকে তাহলে পারবেন। প্রথম আপনি এয়ারটেল এপপ্স টি ওপেন করুন তারপর দেখতে পারবেন যে আপনার এয়ারটেল সিম এ কত মিনিট আছে এবং আরো দেখতে পারবেন যে ব্যালেন্স ইন্টারনেট এসএমএস এবং আপনার জন্য বেস্ট অফার গুলো খুব সহজে দেখতে পারবেন।

Airtel অ্যাপস টি যদি আপনার ফোনে ইন্সটল করা না থাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। এবং নাম্বার দিয়ে একটি একাউন্ট করে নিবেন। কারণ এই অ্যাপসের মাধ্যমে আপনি খুব সহজে ভালো অফার গুলো সম্পর্কে জানতে পারবেন।

এয়ারটেল মিনিট অফার

এয়ারটেল মিনিট অফার

আপনারা অনেকেই airtel মিনিট অফার খুঁজে থাকেন তাই আপনাদের জন্য বেস্ট মিনিট অফার গুলো দেওয়া হয়েছে এখান থেকে আপনি আপনার চয়েজ মত অফারটি নিতে পারবেন।

  • ৮ টাকায় ১২ মিনিট মেয়াদ ১ দিন। *১২১*০৮#
  • ১৮ টাকায় ২৮ মিনিট মেয়াদ ২ দিন। *১২১*০১৪#
  • ২৮ টাকায় ৪৬ মিনিট মেয়াদ ২ দিন। *১২১*২৮#
  • ৫৩ টাকায় ৮৮ মিনিট মেয়াদ ৫ দিন। *১২১*৫৩#
  • ৭৮ টাকায় ১৩০ মিনিট মেয়াদ ৭ দিন। *১২১*০৭৮#
  • ৯৭ টাকায় ১৫২ মিনিট মেয়াদ ৭ দিন। *১২১*৯৭#
  • ১০৭ টাকায় ১৭৫ মিনিট মেয়াদ ৭ দিন।*১২১*০১০৭#
  • ১১৮ টাকায় ১৯৬ মিনিট মেয়াদ ১০ দিন। *১২১*০১১৮#
  • ১৫৭ টাকায় ২০০ মিনিট মেয়াদ ৩০ দিন। *১২১*০৫৭#
  • ২০৭ টাকায় ৩৪০ মিনিট মেয়াদ ৩০ দিন। *১২১*০২০৭#
  • ২৯৮ টাকায় ৪৬০ মিনিট মেয়াদ ৩০ দিন।*১২১*০২৯৮#
  • ৩০৭ টাকায় ৫০৫ মিনিট মেয়াদ ৩০ দিন। *১২১*৩০৭#
  • ৪০৭ টাকায় ৬৭৫ মিনিট মেয়াদ ৩০ দিন। রিচার্জ অফার।
  • ১০৬৫ টাকায় ৬৩৯ মিনিট মেয়াদ ৩০ দিন। *১২১*৬৩৯#

Airtel মিনিট অফার দেখার নিয়ম

আপনারা অনেক এ এয়ারটেল মিনিট অফার দেখতে পারেন না। কিভাবে আপনার এয়ারটেল মিনিট অফার গুলো দেখবেন জেনে নিন। এয়ারটেল মিনিট অফার দেখার জন্য ২টি অপশন আছে।

  • এয়ারটেল অফার চেক কোড ডাইল করে। 
  • এয়ারটেল এপপ্স এর মাধ্যমে।

আরো পড়ুনঃ এক থেকে একশ বানান বাংলা

এয়ারটেল অফার কোড দিয়ে চেকঃ এয়ারটেল অফার চেক কোড *১২১# ডায়াল করে আপনি আপনার মিনিট, ইন্টারনেট, অফার গুলো চেক করতে পারবেন। এবং ওখান থেকে আপনি ক্রয় করতে পারবেন।

এয়ারটেল এপপ্স এর মাধ্যমেঃ আপনার স্মার্টফোনে এয়ারটেল এপপ্স টি থাকলে আপনি খুব সহজে এয়ারটেল মিনিট অফার গুলো দেখতে পারবেন।

  • প্রথম এয়ারটেল এপপ্স টি ওপেন করুন।
  • তারপর এপপ্স এর ফুটার মেনুতে একদম নিছে (Manu) মেনু বাটনে যান। 
  • তারপর উপরে দেখবেন (Minute Pack) মিনিট প্যাক একটি বাটন আছে ওই বাটনে ক্লিক করুন। 
  • এরপর আপনি মিনিট অফার গুলো দেখতে পারবেন।

Airtel মিনিট চেক করার নাম্বার?

এয়ারটেল মিনিট দেখার কোড টি হলো: *৭৭৮*০#

এয়ারটেল ১৪ টাকায় কত মিনিট?

১৪ টাকায় ২১ মিনিট দেয় অফারটির মেয়াদ হলো ১ দিন। অফার টি নিতে *১২১*০১৪# এই কোড টি ডাইল করুন।

এয়ারটেল ৫ টাকায় কত মিনিট?

Airtel ৫ টাকায় অফারটি বর্তমানে ৬ টাকা করা হয়েছে। ৬ টাকায় ১০ মিনিট মেয়াদ ১ দিন।

উপসংহারঃ

আশা করি আপনারা এয়ারটেল মিনিট চেক কোড টি পেয়েছে এবং এয়ারটেল মিনিট অফার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। আমরা সব সময় চেষ্টা করি। খুব সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। এয়ারটেল টি ভালো লাগলে একটি মন্তব্য করবেন ধন্যবাদ।

Leave a Comment

two + 13 =